
‘বিট পুলিশের কার্যক্রম,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধাগোবিন্দগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডে চালু হল বিট পুলিশের কার্যক্রম। বুধবার বিকালে মাষ্টার পাড়া ০৬নম্বর ওয়ার্ডে বিট পুলিশের অফিস কক্ষ উদ্বোধনের মধ্যদিয়ে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া। বিশেষ অতিথি ছিলেন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পিপিএম,ওসি তদন্ত আশরাফুজ্জামান,পৌর প্যানেল মেয়র২ ও ৬নং ও রিমন কুমার তালুকদারের সভাপতিত্বে অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স,সহকারী অধ্যাপক ও পৌর কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আব্দুল আজিজ,প্রভাষক দিপক কর, সেকেন্ড অফিসার এস আই নুরুন্নবী,এস আই হাবিবুল বাহার,এস আই মজনু, এস আই নাজমুল,এস আই আশুতোষ, এস আই দিনেশ,এসআই জাকির, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘জনপ্রতিনিধি, রাজনীতিকগন যেমন জনগনের বন্ধু তেমনি পুলিশ জনতার সেবায় নিয়োজিত। আইন-শৃঙ্খলা সুষ্ঠ রাখতে জনগনের সহযোগিতাও প্রয়োজন। তাই আমার প্রত্যাশা, আমরা জনগনের সহযোগিতা পাবো।এর আগে প্রধান অতিথি ৪নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ড বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন।সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকন্দ ও কাউন্সিলর মোখলেছ সহ কাউন্সিলর মারুফা, কাউন্সিলর শিল্পি বেগম,কাউন্সিলর জোহরা বেগমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়।