জেলার সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা এলাকায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
হাট কুমরুল হাইওয়ে পুলিশ জানায়, আজ ওই স্থানে সকাল ৬টার দিকে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিনজন আহত হন।
সূত্র জানায়, হাসপাতালে নেয়ার পথে আহতদের মধ্যে একজন মারা যান।
অন্য আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র- বাসস