
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামে জুয়াড়ি স্বামী স্ত্রীর কাছে জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মনতাজ আলীর মেয়ে আসমা বেগমের সাথে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান মিয়ার সাথে ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে জুয়া খেলা নিয়ে প্রতিবাদ করায় বিরোধ আসছিল।
আজ সোমবার ভোররাতে স্বামী শাহজাহান মিয়া জুয়া খেলে টাকা হেরে এসে স্ত্রীর কাছে টাকা দাবী করলে এর প্রতিবাদ করায় তাকে এলোপাতারী মারপিট করে। এতে স্ত্রী আসমা স্বামীর শয়ন ঘরেই মারা যায়। বিষয়টি সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে আসমা হত্যার পর স্বামীসহ তার বাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে।