
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অনিয়ম এবং গ্রাহকদের হয়রানী ও সেচ পাম্পের অতিরিক্ত বিল প্রত্যাহারসহ অতিরিক্ত বিল বাতিল এবং বসতবাড়ির অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। আজ ২৫ জুন সোমবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচী পালন করে।
সকালে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌরসভা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংগঠনের সভাপতি জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মাসুদার রহমান মাসুদ, সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমান, আহমাদুর রহিম, মাহবুবর রহমান সুমন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, সাইফুল ইসলাম, সাকা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা, ২০১৭ সালের ৯ জানুয়ারি পিডিবি’র বোর্ড সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন, বন্ধ সেচ পাম্পের বিষয়ে বোর্ড সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, পূর্বের সংশোধিত বিল যা বাকি আছে তা দ্রুত সংশোধনসহ পরবর্তী বিলের সাথে সমন্বয়, অতিরিক্ত বিল পরিহার করতঃ মিটার রিডিংয়ের সাথে সমন্বয় করে বসতবাড়ির বিল প্রদান, সেচ পাম্পের বিলের সময়কাল ৪ মাস ১২০ দিন সময়ের মধ্যে সীমাবদ্ধ, অতিরিক্ত বিলকারি দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও সেচ পাম্পের বিল সংশোধনের ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত বাস্তবায়নে অসহযোগিতাকারি কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পিডিবি চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।