
গাইবান্ধার সুন্দরগঞ্জে আম পাড়তে বৈদ্যুতিক তারে প্যাচিয়ে রাশেদুল ইসলাম (৮)নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়। আজ শনিবার নিজ বাড়িতে আম পাড়ার সময় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। রাশেদুল ইসলাম (৮) উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামের দুলা মিয়ার ছেলে ও উদয়ন প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনার সময় শিশু শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাড়ির উঠানে আম পাড়তে গাছে উঠেন। হঠাৎ বৈদ্যুতিক তারে প্যাচিয়ে মাটিতে পরে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।