
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
আজ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা বাজারের অদুরে একটি ব্রীজের নিচে অজ্ঞাত এক যুবকের লাশ দেখা গেছে এমন সংবাদ পেয়ে গাইবান্ধা জেলা,গোবিন্দগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা ও ফায়ার র্সাভিসের দল ঘটনাস্থল থেকে পানিতে ভাস্যমান অবস্থায় অজ্ঞাত নামা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে।
উপস্থিত লোকজনের ধারনা যুবকটি অন্য কোন স্থানে হত্যা করে উক্ত স্থানে লাশ টি ফেলে রেখে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত তার কোন পরিচর পাওয়া যায়নি।