
পবিত্র ঈদুল ফিতরের অষ্টম দিন আজ। গত শনিবার এই দিনটি ছিল ঈদ। পরের শনিবার আজ এতগুলো লোকের পরিবার-পরিজনের জন্য মৃত্যকূপ। শনিবার এতগুলো লোকের জন্য শনি হয়ে আসবে কে ভেবেছিল শুক্রবার পর্যন্ত।
দিনের শুরুতেই দেশের সড়কগুলো যেন মৃত্যুকৃপে পরিণত হয়েছে। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত অর্ধশতাধিক।
নিহতের এ সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে। শুধু গাইবান্দার পলাশবাড়ীতেই নিহতের সংখ্যা ১৬ জন।
গাইবান্দা
গাইবান্দা জেলার পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ‘আলম এন্টার প্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও ৭ জন মারা যান।
তিনি আরও জানান, বাকিদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রংপুর
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাকি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় পেছন থেকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলে ৬ বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জে ২, নাটোরে ২ ও গোপালগঞ্জে ১ জন নিহতের খবর পাওয়া গেছে।