
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শহরে স্থানীয় খেলার মাঠে তাঁত হস্ত, বস্ত্র ও কুঠির শিল্প মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন আজ ২২ জুন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ বিকালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ও শান্তির পায়রা কবুতর,বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, পৌর প্যানেল মেয়র-২ ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি রিমন কুমার তালুকদার,বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকী,সাধারন সম্পাদক রবিউল কবির মনু,সহ সভাপতি গোপাল মোহন্ত,রিপোর্টাস ফোরাম সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভি গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খান, চ্যানেল আই গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন,বিজয় টিভি গাইবান্ধা প্রতিনিধি জাহাঙ্গীর কবির ডিপটি প্রধান, বেনারশী গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিঃ এর পার্টনার মোহনা টিভি গোবিন্দগঞ্জ প্রতিনিধি এস,এম কবির রাসেল, চ্যানেল এস ইউএস এ এর গোবিন্দগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামাল সুমনের সঞ্চালনায় উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ন সম্পাদক প্রভাষক দিপক করের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বনিক সমিতির কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উজ্জল হক প্রধান,সাংবাদিক শামীম রেজা ডাফরুল, সাংবাদিক তাহেদুল ইসলাম,সাংবাদিক এস এম বিপ্লব, সাংবাদিক এবিএস লিটন,সাংবাদিক অজয়চাকী, সাংবাদিক জীবু রায়,সাংবাদিক নূর আলম,সাংবাদিক কালা মানিক, সাংবাদিক শাহীন আলম,সাংবাদিক সিজু মিয়া, সাংবাদিক পাপ্পু আকন্দসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,জনপ্রতিনিধি, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।