
‘মাদককে না বলি, বাল্যবিয়ে রুখে দিন’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হওয়া সাইকেল যাত্রাটি ২১ জুন বৃহস্পতিবার বগুড়া জেলা অতিক্রম করে গাইবান্ধায় এসে পৌঁছেছে। গাইবান্ধা প্রেস ক্লাবে সাইকেল যাত্রাটি বিকাল ৫টায় এসে পৌঁছায়।
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখার সভাপতি মুনশী তারিকুল আলম ডলারের নেতৃত্বে সদস্য কাওসার রহমান কানন, আবুল খায়ের ও আব্দুল কারিম এ দলে রয়েছেন। তারা শুক্রবার সকালে জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে সাইকেল যাত্রাটি গাইবান্ধা প্রেস ক্লাবে এসে পৌঁছালে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা শাখার সুহৃদরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অঞ্জলী রাণী দেবীর সভাপতিত্বে এক মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী, বগুড়া জেলা সুহৃদ সভাপতি মুনশী তারিকুল আলম ডলার, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, গাইবান্ধা জেলা সুহৃদের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকার, প্রধান শিক্ষক মায়া রাণী পোদ্দার, নাট্যকার আলম মিয়া, সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, সাধারণ সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক শাহজাদি হাবিবা সুলতানা পলাশ, মঞ্জুরুল ইসলাম সোহেল, এসএম শামীম সুলতান সুমন, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম খোকন, সুহৃদ সরকারি কলেজ শাখার সভাপতি রিপন মিয়া, সাদুল্যাপুর শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, এসএম আসাদুজ্জামান, শিক্ষার্থী মো. সাঈদ হাসান, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সাদুল্যাপুর প্রতিনিধি শাহজাহান সোহেল, ফুলছড়ি প্রতিনিধি ভবতোষ রায় মনা প্রমুখ।
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক বলেন, এই সাইকেল র্যালীর মাধ্যমে মানুষের মধ্যে মাদক ও বাল্য বিয়ে বিরোধী সচেতনতা সৃষ্টি হবে। এই সাইকেল র্যালী দেখে শিশুরাও এক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মানসিকভাবে তৈরি হবে। আর এর মাধ্যমেই সমাজ থেকে দূর হবে মাদক ও বাল্য বিয়ে। তিনি আয়োজনকারী কর্তৃপক্ষ সমকাল সুহৃদ সমাবেশ ও অংশগ্রহণকারী সুহৃদদের ধন্যবাদ জানান।
গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। পারিবারিক হিসেবে এ সংখ্যা যদি পাঁচ গুণ করা হয় তবে সাড়ে ৩ কোটি মানুষ কোনো না কোনোভাবে মাদকের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে। একইভাবে দেশের শিক্ষিতের হার বাড়ার পাশাপাশি বাল্যবিয়ের হারও বাড়ছে। এতে আমাদের সমাজ দ্রুতই পিছিয়ে যাচ্ছে। ঠিক এ মুহুর্তে সুহৃদ সমাবেশ যে উদ্যোগ গ্রহণ করেছে তা একটি মহতী উদ্যোগ। এই সাইকেল যাত্রার মাধ্যমে তরুণ সমাজের কাছে একটি আশানুরূপ বার্তা পৌছাবে।
সাইকেল যাত্রার প্রধান মুনশী তারিকুল আলম ডলার বলেন, ‘মাদককে না বলি, বাল্যবিয়ে রুখে দিন’ এই স্লোগানকে সকলের কাছে পৌছে দিতে যাত্রাপথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখবেন তারা। বিশেষ করে তরুণ সমাজের মাঝে এ বিষয়টি আরও বিশদভাবে তুলে ধরার প্রয়াস থাকবে। গত কয়েকদিনে তারা বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও হাটে বাজারে মানুষের সাথে এ বিষয়ে কথা বলেছেন। বিষয়ের প্রতিপাদ্য শোনার পর তারাও ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছে বলেও জানান তারিকুল আলম ডলার।