
ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ ‘একের পর এক পক্ষপাতিত্ব করে যাচ্ছে’- এমন অভিযোগ এনে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বিদেশী নেতারাও।
মঙ্গলবার (১৯ জুন) জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি প্রত্যাহারের এই ঘোষণা দেন।
এর কয়েক মিনিট পর জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হোসেন ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাকে ‘বিস্ময়কর না হলেও হতাশাজনক’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আজকের পৃথিবীর মানবাধিকার পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা উচিত ছিল, পিছিয়ে যাওয়া নয়।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, এতে গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছোট হয়ে আসবে।
অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘সাহসী’ বলে আখ্যা দিয়েছে মার্কিন মিত্র ইসরাইল।
সূত্র: জেরুজালেম পোস্ট