1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার পলাশবাড়ী দুবলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকচাপায় ঘুমন্ত হেলপার নিহত, চালক পলাতক তারাগঞ্জের কুর্শায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না : ডা. শফিকুর রহমান ভারতে পলাতক হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক রংপুরের তারাগঞ্জ থানার জোড়া খুন মামলার আসামি ঢাকায় গ্রেফতার

সীমান্তে বাবা-মা থেকে শিশু আলাদা করার নিষ্ঠুর নীতির বিপক্ষে সরব ট্রাম্পের স্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

গুদামঘরে ঠাসা কয়েকশো শরণার্থী শিশু। বাবা-মায়েদের অপেক্ষায়। দক্ষিণ টেক্সাসের ওই গুদামঘরটিতে পর পর ধাতব বেড়া দিয়ে তৈরি হয়েছে খাঁচা। আর খাঁচার মধ্যে বাচ্চাগুলো! রবিবার এই ছবি প্রকাশ্যে আসতেই ফের ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল উঠেছে। যদিও ট্রাম্পের দাবি, তার আগের জমানায় ডেমোক্র্যাটদের ভুল নীতির জন্যই শরণার্থী শিশুদের নিয়ে এ ধরনের ‘সমস্যা’ দেখা দিচ্ছে।

আর কিছুটা ব্যতিক্রমী পথে হেঁটে এই বিতর্কে সরব হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সাধারণত রাজনৈতিক কোনও বিষয়ে যাকে মুখ খুলতে দেখা যায় না। তাই মেলানিয়ার প্রতিক্রিয়ায় অবাক অনেকেই। বহু দিন ধরে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন আইনের মাসুল গুনতে হচ্ছে শরণার্থী শিশুদের। মেক্সিকো সীমান্তে নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে আপত্তি উঠেছে প্রবল। গত রবিবার ছিল ফাদার্স ডে। সন্তানদের কাছ থেকে জোর করে বাবা-মাকে দূরে সরিয়ে রাখায় আর এক প্রস্ত সমালোচনার মুখে ট্রাম্প।

এই পরিস্থিতিতে ফার্স্ট লেডি মেলানিয়া তার মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, পরিবারের থেকে শিশুদের এ ভাবে আলাদা হয়ে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি। সরাসরি ট্রাম্পের নীতির নিন্দা না করে মেলানিয়ার প্রস্তাব, সফল অভিবাসন সংস্কারের জন্য শেষ পর্যন্ত দু’পক্ষই (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) একসঙ্গে বসুক। ফার্স্ট লেডির মুখপাত্র স্টিফানি গ্রিশাম এক মার্কিন চ্যানেলে বলেছেন, ‘ফার্স্ট লেডি মনে করেন, আমরা অবশ্যই আইন মেনে চলব। তবে আমাদের মানবিকতার সঙ্গেই প্রশাসন চালাতে হবে।’

মেলানিয়ার মতোই মুখ খুলেছেন প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশ। রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশের স্ত্রী এবং টেক্সাসের বাসিন্দা লরা একটি মার্কিন দৈনিকে বলেছেন, ‘আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা রক্ষা অবশ্যই জরুরি। কিন্তু ‘জ়িরো টলারেন্স’ নীতি নিষ্ঠুর, অনৈতিক। আমার অসম্ভব কষ্ট হচ্ছে।’

টেক্সাসের গুদামঘরের যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হোমল্যান্ড সিকিউরিটির সচিব। তার দাবি, সংবাদমাধ্যম এবং রাজনীতিকরা ভুল তথ্য ছড়াচ্ছেন। যদিও সংবাদমাধ্যমকে ঢুকতে দিয়েছিল মার্কিন সীমান্ত নজরদারি বাহিনীই। সচিব বলেছেন, ‘সীমান্তে পরিবারকে আলাদা করে দেওয়ার কোনও নীতি আমাদের নেই। নাবালকদের সাময়িক ভাবে হেফাজতে রাখা হয় নিগ্রহ, পাচার, বা অপরাধীদের হাত থেকে বাঁচানোর জন্য। অতীত প্রশাসন থেকেই এমনটা হয়ে আসছে। বাবা-মায়ের কাছ থেকে বাচ্চাকে তখনই আলাদা করা হয় যখন দেখা যায় শিশুটির কোনও বিপদ হতে পারে বা তার বাবা-মা কোনও অপরাধ করেছেন।’

ট্রাম্পের কড়া অভিবাসন নীতি নিয়ে আপত্তি উঠলেও তিনি এখনও সঙ্কটের দায় চাপাচ্ছেন ডেমোক্র্যাটদের উপরেই। তিনি বলছেন, তিনিও চান, বিচ্ছিন্ন করার এই প্রক্রিয়া শেষ হোক। এই সূত্রে সোমবার একের পর এক টুইট করতে থাকেন প্রেসিডেন্ট। বলেন, ‘ডেমোক্র্যাটদের উচিত রিপাবলিকানদের সঙ্গে বসে সীমান্ত নিরাপত্তা নিয়ে কিছু একটা সমাধান বার করা। ভোট হওয়া পর্যন্ত অপেক্ষা করে কোনও লাভ নেই। কারণ আপনারা হারতে চলেছেন।’

নিজের অভিবাসন নীতির পক্ষে যুক্তি দিতে, কোনও রকম পরিসংখ্যান না দিয়েই ট্রাম্প দাবি করেন, ‘জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ভ্রান্ত অভিবাসন নীতির জন্যই তাঁদের দেশে অপরাধ বহু গুণ বেড়ে গিয়েছে। ইউরোপে অভিবাসীদের নিয়ে যে কাণ্ড হচ্ছে, তা আমি কখনওই আমাদের দেশে হতে দেব না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft