
গাইবান্ধ সদর উপজেলার তুলশিঘাটে পিতার কাছে মটর সাইকেলের চাবি চেয়ে না পেয়ে এসকেএস স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র সিহাব মিয়া (১৫) রান্না ঘরে স্লিলিং ফ্যানের সংগে গলায় ওড়না পেচিয়ে ফাঁসী দিয়ে আত্মহত্যা করে । নিহত সিহাব (১৫) সদরের বড় দূর্গাপুরের জিয়া মিয়ার ছেলে। স্থানাীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল পিতার কাছে মোটরসাইকেলের চাবি চাইলে পিতা জিয়া মিয়া চাবি না দেয়ায় এঘটনা ঘটে।
ফাঁসী দিয়ে অষ্টম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার।