
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক আশঙ্কা, আতঙ্কের পরও ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে, তা ভাবিনি।
সোমবার সচিবালয়ে ঈদ শেষে প্রথম কার্য-দিবসে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তারপরই ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।
এ বছরদুর্ঘটনায় মৃত্যু হার কমেছে মন্তব্য করে সেতু বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনা অনেক কমেছে। এ বছর সব মিলিয়ে ৬০-৬৫ জন মারা গেছেন।