
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার সকালে পশ্চিম জাপানের ওসাকায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১।
এলাকায় একটি বিল্ডিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জাপানের দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে তিন জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরো ৪১ জন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ওসাকায় এই ভয়াবহ কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৮ মাইল।
এদিন সকাল থেকেই ভূমিকম্পের ফলে জাপানের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। ট্রেন ও সাবওয়ে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বুলেট ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় স্টেশনের আগেই আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।
সূত্র: জাপান টাইমস