
নোয়াখালীর সোনাইমুড়িতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন এবং টাঙ্গাইলের কালিহাতিতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক। নিহতরা হলেন সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশাচালক রাকিব।
আহতদের মধ্যে আবদুল নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি কৈলাইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, দুপুরে মিজান ও বেলাল ঘরের খুঁটি ক্রয় জন্য অটোরিকশায় করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মিজান, বেলাল ও রাকিব নিহত হন। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
এদিকে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দুপুরে ১৫ থেকে ১৭ বছরের তিন কিশোর ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বঙ্গবন্ধু সেতু এলাকাগামী লোকাল যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।
নিহতদের পরিবারে ঈদ আনন্দে হঠাৎ শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া ঠাকুরগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও রোড় এলাকার মথুরাপুরে বাস-মোটরসাইলে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার। আহত হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী।
স্থানীয়রা জানায়, মথুরাপুর এলাকা দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল ওই মোটরসাইকেলের তিন আরোহী। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী মিনিবাস। এ সময় মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
আহত রবিউলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনিবাসটি শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।