
অসহায় দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদর ইউনিয়ন ও প্রস্তাবিত পৌর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আজ ১৫ জুন শুক্রবার বিকালে সদরের রংপুর ষ্ট্যান্ডে মটর চালক সমিতির অফিসে অসহায় দরিদ্র মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।
অসহায় ও দরিদ্রের মাঝে সেমাই চিনি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান লাভলু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, প্রস্তাবিত পৌর শাখা ও সদর ইউনিয়ন শাখা জাতীয় শ্রমিকলীগের সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ পোদ্দার, যুবনেতা শাফিউল ইসলাম প্রমুখ।