
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলামকে সাদাপোশাকের পুলিশ ধরে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই দুই নেতার পরিবার সূত্রে জানা গেছে,সৈয়দ সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলাম বৃহস্পতিবার শহরের মুজিব সড়কে জিলা স্কুলের গেটে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন।
এ সময় সাদা পোশাকে এসে পুলিশ পরিচয় দিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সাংবাদিকদের জানান, সাবেরুল হক সাবু ও মারুফুল ইসলাম তাদের নামে থাকা ‘রাজনৈতিক মামলায়’ জামিনে আছেন। ঈদের আগ মুহূর্তে এমন অনুষ্ঠান থেকে তাদের ধরে নিয়ে যাওয়া কিসের আলামত, বুঝতে পারছি না।
তবে কোতোয়ালি থানার ওসি শামসুদ্দোহা জানান, পুলিশের বিরুদ্ধে সাদা পোশাকে ওই দুই নেতাকে তুলে নেয়ার অভিযোগ সঠিক নয়। আর পুলিশ তাদের আটকও করেনি। তারপরও লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশ যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ডিবি পুলিশের কোনো দল বিএনপির কোনো নেতাকে আটক করেনি।সূত্র-আরটিএনএন