
গাইবান্ধার পলাশবাড়ীতে তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধিশিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১৪ জুন দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর হাটে অবস্থিত তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, প্রতিবন্ধিরা সমাজের বিশেষ মেধাসম্পন্ন মানুষ তারাও বিভিন্ন ক্ষেত্রে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারে, এসব শিশুদের অবহেলা নয় সেবা যত্ন নেওয়ার জন্য অভিভাবকগণকে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।