(ছবিটি ঘটনার আগে তোলা ফাইল ছবি)
বহু আলোচিত সরকারি কলকারখানা গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ ইক্ষুখামার বনাম আদিবাসী সাঁওতাল পল্লী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালীদের ভূমি ফেরত ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে এক জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ/বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা ও জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর ওই জনসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন। সিডিএ, এএলআরডি, আরবান, কাপেং ফাউন্ডেশন, প্লানেট, ইন্টার ন্যাশনাল ল্যান কোয়ালিশন, জনউদ্যোগের সহযোগিতায় গতকাল ১৩ জুন বুধবার সকালে উপজেলার আদিবাসী গ্রাম মাদারপুর এ জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুফল হেমব্রম, যহর মুরমু চার্জ অফিস সহকারী এ্যাডমিন দিনাজপুর, সন্বয়ক জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর, লাল মোহন বর্মন উপপরিচালক সুপথ দিনাজপুর, গোলাম মোস্তফা তারা, সিডিএ নির্বাহী পরিচালক শাহ-ই- মবিন জিন্নাহ ও সিডিএ নির্বাহী সদস্য খয়রাত হুমায়ন প্রমুখ।
বক্তারা আদিবাসী-বাঙ্গালীদের পৈত্রিক সম্পত্তি ফেরত, আদিবাসীদের উচ্ছেদ, হত্যা, ঘর-বাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, হুমকি, নির্যাতনের বিচার, ক্ষতিপূরণ, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও আদিবাসীদের ভূমি সংকট নিরসনে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবী জানান।
এরপর জনসমাবেশ ও আলোচনা সভায় অত্র এলাকার জাতীয় সংসদ সদস্য ও স্বারাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপির বিরুদ্ধে নানামুখী সমালোচনা করেন অনুষ্ঠানের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এমন খবরে সত্যতা জানতে গেলে।
সাঁওতাল নেতার এমন বক্তব্য বা ঘোষণার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি জানান,বিগত দিনে সাঁওতাল পল্লীর অনাকাংঙ্খিত ঘটনার সময় তিনি টাঙ্গাইলে ছেলেকে নিয়ে। অথচ তাকে জড়িয়ে সাঁওতাল পল্লী নিয়ে কত অপপ্রচার মিথ্যাচার করা হয়েছে এখনও করা হচ্ছে। আপনারা মিডিয়া কর্মীরা সহ দেশ বিদেশের মিডিয়ার জোড়ালো দৃষ্টিতে এ পর্যন্ত এঘটনায় আমার কোন সম্প্রীততার প্রমাণ না পেলেও আমার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করছে বিশেষ একটি গোষ্ঠী । মুলত তাদের স্বার্থ হাসিলে আমাকে ও সরকারকে প্রশ্নবিদ্ধ করে বহিঃবিশ্বের সহযোগীতা নেওয়ার কৌশল অবলম্বন করছে। জমিগুলো সাহেবগঞ্জ ইক্ষুখামার ও সাঁওতাল জনগোষ্ঠীর বিষয়, আদালত নির্ধারণ করবে কে জমির প্রকৃত মালিক এসব জমির বিষয়ে এখানে আমার স্বার্থ কি।
তিনি আক্ষেপ করে বলেন,প্রমানবিহীন অবস্থায় ঢালাওভাবে কেন আমাকে জড়িয়ে মিথ্যাচার অপপ্রচার করা হচ্ছে। সাঁওতাল পল্লীর ঘটনার তদন্ত করা পর যদি আমি অপরাধী হই আমার শাস্তি হবে আদালতের মাধ্যমে। তাহলে এতো মিথ্যাচার, অপপ্রচার,ষরযন্ত্র করার কারণ কি। আমার জনসমর্থনে যারা ভিতো তারা আমাকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার অব্যহত রেখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিষয়ে তিনি বলেন দল যদি আমাকে মনোনীত করেন তবেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো । দল না চাইলে আগামী নির্বাচন প্রতিদ্বন্দিতা করবো না ।