
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধি অভিযানে জ্বালাও-পোড়াও,সন্ত্রাস-নাশকতা ও মাদকের ৭ মামলার একজন ছাড়াও ৩ যুবককে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়,দেশব্যাপি মাদক বিরোধি চলতি অভিযানের ধারাবাহিকতায় পলাশবাড়ীতেও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানার এসআই তয়ন কুমার নেতৃত্বে এসআই হামিদুল হকসহ সঙ্গীয় কনস্টেবল সদরের গাইবান্ধা সড়কে স্থানীয় সরকারি খাদ্য গুদাম এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ ৩ ইয়াবাসেবিকে পুলিশ হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন,সন্ত্রাস-নাশকতা,জ্বালাও-পোড়াও এবং মাদকসহ ৭ মামলার আসামী উপজেলা সদর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাব্বির হোসেন (২৫),মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের সাজু শেখের ছেলে শাজাহান (২৩)
ও পার্শ্ববর্তি সাদুল্যাপুর উপজেলার বড় ভগবানপুর গ্রামের আঃ কুদ্দুছের ছেলে বিপুল মিয়া(২০)।
এ ব্যাপারে থানার এস.আই সেলিম মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।