এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সুপ্রকাশ সাহিত্য সংসদ প্রকাশনার ‘বৈশাখী’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৈশাখী পত্রিকার মোড়ক উন্মোচন করেন-উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া। সুপ্রকাশ সাহিত্য সংসদের সভাপতি-বিশ্বজিৎ বর্মনের সভাপতিত্বে-এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন-বিশিষ্ট কবি ও সম্পাদক-মহফিল হক, লেখক নুরুল ইসলাম সরদার, বিশিষ্ট কবি আবু জাফর আবদুল্লাহ্, কবি সুদীপ্ত শামীম, ছড়াকার সেলিম মোল্লা, ফয়সার সাকিদার আরিফ, সাংবাদিক এ মান্নান আকন্দ, কবিতা কর্মী আছিয়া আক্তার, কবি ও সাহিত্যিক আব্দুস সামাদ মিয়া, প্রকাশনা সম্পাদক-কমলাকান্ত বর্মন, আব্দুল আজিজ সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব নুরে আলম মানিক, এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, বীরেন সরকার, সাদেকুল ইসলাম দুলাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন-সুপ্রকাশ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক-কংকন সরকার। এর আগে সকল কবি, সাহিত্যিক, ছড়াকার ও উপস্থিত সুধিজনকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন সুপ্রকাশ সাহিত্য সংসদ।