
গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি গণ মানুষের নেতা,গণ ভবনের পরেই এই বৃহৎ আয়োজন ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিতি তার প্রমান। গোবিন্দগঞ্জ বাসীর প্রতি তার যে ভালোবাসা এটাই তার বহিঃ প্রকাশ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপির আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্-ুস্বাস্থ্য,দীর্ঘায়ু, দেশ জাতির মঙ্গল কামনা করে ঐতিহাসিক কুঠিবাড়ী ঈদগাঁহ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথির শুভেচ্ছা বক্তিতায় একমত পোষন করে এসব কথা বলেন।
এতে অন্যান্য আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)রেজিনূর রহমান,জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইদ্রীস আলী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, জেলা প্রকৌশলী আহসান কবির, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার , জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দিপক কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান,সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ,এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ,জাহাঙ্গির আলম। অনুষ্ঠানে সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ এ ধরনের বৃহৎ আয়োজনের জন্য জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে ধন্যবাদ জ্ঞাপন