
দেশবাসী এক হই, মাদককে রুখে দেই ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে আজ ১২ জুন মঙ্গলবার বিকালে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে র্র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের চৌমাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমাদুজ্জামান প্রান্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আনন্দটিভি জেলা প্রতিনিধি ও পলাশবাড়ী উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তোতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনার রশিদ সুমন প্রমুখ।