
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ফুলছড়ি হতে ১০৫ পিস ইয়াবা সহ হাতে নাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) গ্রেফতার করে।
১১ জুন সোমবার বিকাল অনুমানিক ৪ টা ৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানাধীন কঞ্চিপাড়া একাডেমী বাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় হাতে নাতে মাদক ব্যবসায়ী ১। মাসুদ রানা (৩৫) কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) ফুলছড়ি উপজেলার ঘোলদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধারকৃর্ত ইয়াবার মূল ৪২০০০/- টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মাসুদ রানার বিরুদ্ধে পুর্বে আরোও ২ (দুই)টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।