
গাইবান্ধায় দুই কিশোরীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত ৬ বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ ১১ জুন সোমবার বিকেলে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ-গাইবান্ধা জেলা শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত রবিবার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায় মেয়েটি (১৫) তার এক বন্ধুর সাথে দেখা করতে গেলে সাদেকুল, রব্বানী, মাহিন, নাজমুল ও মোস্তা মিয়া নামে ৫ জন তাকে ভয়ভীতি দেখিয়ে রাতে আখ ক্ষেতে গণ ধর্ষন করে। এ ছাড়া গত বুধবার ওই উপজেলার অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী (১৪) কে জমিতে ছাগল চড়ানোর সময় ধর্ষন করে শ্রীরামপুরের আজম খানের বখাটে ছেলে সুজন মিয়া। দু’জনকেই আশংকাজনক অবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা গুলোতে অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুরনূর ছড়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিকতু প্রসাদ, মহিলা পরিষদ নেত্রী ও সাবেক কাউন্সিলর মাহফুজা খানম মিতা ।
এ সময় তারা বলেন, মামলা হওয়ার পরও প্রভাবশালী পরিবারের ওই ৬ ধর্ষক এখনও ধরা পড়েনি। ফলে ধর্ষিতা দুই কিশোরীর পরিবার আতংকে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে এ ক্ষেত্রে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।