
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে পৌঁছেছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুরে গেছেন। বৈঠকের ৩৬ ঘণ্টা আগেই সিঙ্গাপুরে হাজির হন দুই প্রেসিডেন্ট। রওনা দেয়ার আগেই উত্তর কোরিয়ার সঙ্গে এই বৈঠককে ‘প্রথম এবং শেষ’ শান্তি প্রচেষ্টা বলে উল্লেখ করেন ট্রাম্প।
কানাডাতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে মিত্রদের সঙ্গে বাক-বিতন্ডার পর রবিবার সন্ধ্যা ৬ টায় এয়ার ফোর্স ওয়ানে করে সিঙ্গাপুরের লেবার এয়ার বেস এয়ারপোর্ট এ পৌঁছান ট্রাম্প। এয়ারফোর্সে অবস্থানকালে টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি উত্তর কোরিয়া এবং বিশ্বের জন্য একটি ভাল ফলাফল আসবে।’
অন্যদিকে কিম বলেন, ‘যদি এই সম্মেলন সফল হয় তবে সিঙ্গাপুরের মানুষ ইতিহাসের সাক্ষী হবে। ট্রাম্পের পৌঁছানোর পাঁচ ঘণ্টা আগেই দুপুর দেড়টায় সিঙ্গাপুরে আসেন কিম। এরপর সন্ধ্যায় দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী লি হাইসেন লুংয়ের সঙ্গে ।

উনকে বহনকারী বিমান সিঙ্গাপুরে অবতরণের কিছু সময় পরই তার বিমান বহরের তৃতীয় বিমানে করে বোন কিম ইয়ো জংসহ একদল রাষ্ট্রীয় প্রতিনিধি সেখানে পৌঁছেন।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতেই তার সিঙ্গাপুরে পৌঁছেছেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটায় সিঙ্গাপুরে পৌঁছেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জন কেলি ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।
ট্রাম্প, মার্কিন প্রতিনিধিদল ও তদন্ত কর্মকর্তারা অবস্থান করবেন বৈঠকের ভেন্যু সাংগ্রাই-লা-হোটেল এ। অন্যদিকে সাংগ্রাই থেকে ১০ মিনিটের দূরত্বের ‘সেন্ট রেজিস হোটেল’ এ অবস্থান করবেন কিম এবং তার সফরসঙ্গীরা।

গত ৬৫ বছরের বিবাদের পর ১২ জুন, সোমবার মিলিত হবেন ট্রাম্প-কিম। এই সময় তাদের সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টন। অন্যদিকে কিমের সঙ্গে থাকবেন তার বোন কিম ইয়ো জং।
মঙ্গলবার সকালে সান্তোসা দ্বীপের একটি হোটেলে ট্রাম্প ও উন উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠক করবেন। বৈঠকটি অনুষ্ঠিত হলে এটাই হবে ক্ষমতাসীন কোন মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যকার প্রথম বৈঠক।
আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টাপাল্টা নানা পদক্ষেপের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও একবার বাতিল ঘোষণা করে পরে তা বহাল করেছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প-কিম বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুরে ব্যাপক নিরাপত্তা ও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে নেপালের দুর্ধর্ষ ‘গুর্খা’ বাহিনী।