
আসন্ন ঈদ উপলক্ষে অসহায়, দুস্থ,পঙ্গু ও এতিমদের মাঝে জেলা পুলিশের উপহার সামগ্রী বিতরণ । “রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ, আপনাকে আজ বিলিয়ে-দে- শোন আসমানী তাগিদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধা জেলা পুলিশের উদ়্যোগে আজ রোববার দুপুরে অসহায়, দুস্থ, পঙ্গু ও এতিম পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
উপহার সামগ্রী বিতরণের এ সময় গরীব অসহায়দের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন- আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ ৷ তাই দরিদ্রতার কষাঘাতে পড়ে আপনাদের প্রত্যেকের পরিবারের সন্তান যেন সন্ত্রাসী, জঙ্গী ও মাদকের সাথে সম্পৃক্ততা না থাকে সেদিকে কঠোর নজর রাখার জন্য আহবান করেন।
বিতরনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দু্ল্যা আল ফারুক,সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার ছাড়া ও জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ৷