
রাজধানী ঢাকার রামপুরা ও খিলগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৪৫ মাদক বিক্রেতা ও ক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও চার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, খিলগাঁও থানা এলাকার মহাজের কলোনি ও রামপুরা থানা এলাকার তালতলা সিটি করপোরেশন মার্কেটে অভিযান চালিয়ে ৪৫ মাদক বিক্রেতা ও ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান। চলমান এই অভিযানের অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।