
গাইবান্ধা জেলা যুবলীগের উদ্যোগে আজ শনিবার স্থানীয় আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ শনিবার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজীবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পিপি অ্যাড. শফিকুল ইসলাম, একেএম সাইফুল আলম সাকা, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, এমারুল ইসলাম সাবিন, মাহবুব আলম কোর্ট, আবু বকর কাজল, হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম, রকি দেব, রেজাউল আলম রেজা, আজাদুল ইসলাম, তুষার সরকার বাবু, আনোয়ার হোসেন ঠান্ডু, তাহেরুল ইসলাম রকেট, ফজলুল হক রানা, হাবিবুর রহমান, নাছিরুল আরশ স্বপন, মো. আসিফ সরকার প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।