
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারীচালিত অটোবাইক ও কাঁকড়ার (ট্রাক্টর) মুখোমুখি সংঘর্ষে দেলদার হোসেন (৫০) নামে এক অটো যাত্রী নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও পাঁচজন। ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করেছেন পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে পৌরসভার গাজির কুড়া নামক স্থানে (৫নং ওয়ার্ড) এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলদার হোসেন উপজেলার হরিপুর ইউনিয়নের দক্ষিণ চরিতাবাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এঘটনায় গুরুত্বর আহত অপর পাঁচ যাত্রী হলো- উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৭), তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের নাছির উদ্দিনের মেয়ে সালমা খাতুন (৩০), রামজীবন ইউনিয়নের সবর্ণদহ গ্রামের বছির উদ্দিনের ছেলে আলম মিয়া (৫০), দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের আঃ আউয়াল মিয়ার ছেলে গোলাম ফারুক (৩৬) ও কুপতলা গ্রামের ছফিয়াল হোসেনের মেয়ে আখি আক্তার (১৯)।
প্রত্যক্ষদর্শী র বরাত দিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, ঘটনার সময় ডোমের হাট থেকে যাত্রীসহ অটোবাইকটি সুন্দরগঞ্জ পৌর শহওে ঢুকছিলো । এসময় বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা কাঁকড়া অটো বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলদার হোসেন নামের ওই অটো যাত্রী মারা যান। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাক্টর ও তার ড্রাইভার জাহাঙ্গীর আলম (২৫) এবং অটো বাইকটি থানায় পুলিশী হেফাজতে রয়েছে। এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্ততি চলছে। কাকড়া চালক জাহাঙ্গীর আলম সর্বানন্দ ইউনিয়নের কিসামত সর্বানন্দ গ্রামের মৃত নুরু শেখের ছেলে।