
“ঢাকাস্থ গাইবান্ধাবাসী (ডি.গাইবান্ধা), একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১৪ সন থেকে ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায়, প্রতিবারের ন্যায় এবারও অনলাইন গ্রুপ ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন “ঢাকাস্থ গাইবান্ধাবাসী (ডি.গাইবান্ধা), কর্তৃক রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ২১ রমজান ৭জুন বৃহস্পতিবার রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ।
আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের আহবায়ক দ্বীন মোহাম্মাদ আকন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান সদস্য সচিব জনাব সাইফুল ফকির।
যুগ্ন-আহবায়ক-২ জনাব শামীম আহম্মেদ পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডস টেলিভিশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার সম্পাদক এটিএম মমতাজুল করিম, গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি জনাব ড. মাহবুবুল আলম, ভাওয়াইয়া অঙ্গন, ঢাকা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভাওয়াইয়া শিল্পী জনাব সালমা মোস্তাফিজ, মতিঝিল থানার সাব-ইনপেক্টর জনাব মোঃ শফিকুল ইসলাম শফিক, সিটি ডায়াগনিস্টক কমপ্লেক্স এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব ওয়ালী উল্যাহ খান রাশেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের এ্যাড. জনাব মোশাররফ হোসেন মনির, যায়েদ কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আশরাফ রেজাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য জনাব এ্যাড. আব্দুর রাজ্জাক, জনাব এ্যাড মাহমুদ এইচ এ্যাপোলো, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোঃ শমসের আলী, মোঃ মনিরুজ্জামামান, জনাব এ্যাড শাহজালাল মুন্সী শাকু, রিয়াদ হাসান বাদশা, মোসাৎ রুমা আক্তার, মোঃ মেবরাব হোসেন , মোঃ মোখলেস, মোঃ মাসুদ ও মোঃ আমিনুল ইসলাম প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে অতিথিগণ অনলাইন গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন “ঢাকাস্থ গাইবান্ধাবাসী (ডি.গাইবান্ধা), ঢাকা-র বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ করে সবাই ইফতারে অংশগ্রহণ করেন।