
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিগ্রেঃ(অবঃ)মো. মাহামুদুল হক।
উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ)মো.আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সরকার এমপি, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সহ সভাপতি এনামুল হক মকবুল, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম প্রমুখ।
সভায় ও ইফতার মাহফিলে পরিষদের অপরাপর দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড,সন্তান কমান্ড নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজার রহমান রাজা।