
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস ২য় ব্যাচের টেনিং সমাপ্ত প্রশিক্ষনার্থীদের ৩ মাসের ভাতা প্রদানের দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ন্যাশনাল সার্ভিসে টেনিং নেয়া যুবক-যুবতীরা।
আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ হাইস্কুল টেনিং সেন্টারের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, বর্ষা খাতুন মিতু, মনিরা খাতুন, লাবিব, মাছুদ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে তাদের ৩ মাসের বকেয়া টেনিং ভাতা প্রদান সহ উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান মাদক সেবন করে টেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষনার্থীদের সাথে খারাপ আচারন ও টেনিং সেন্টারে নিয়মিত না আসাসহ ১ ব্যাচের শিক্ষার্থীদের টেনিং ভাতা ৯ হাজারের স্থলে ৬ হাজার টাকা করে দেয়ার অভিযোগ এনে তদন্ত কমিটি গঠন করে তার অপসারন দাবী করেন।
এ বিক্ষোভ কর্মসূচী চলাকালে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান পিপিএম ঘটনাস্থলে যান এবং তাদের অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এবিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসানের বক্তব্য জানতে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা যুবউন্নয়নের উপ-পরিচালক তোফায়েল আহাম্মেদ খান বলেন, আমি যুব উন্নয়ন কর্মকর্তার মোবাইল বন্ধ পাচ্ছি। তার এসব অভিযোগ এখনও হাতে পাইনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ন্যাশনাল সার্ভিস ২য় ব্যাচের টেনিং সমাপ্ত প্রশিক্ষনার্থী গন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ পেশ করলে তিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ডেকে দ্রুত এ বকেয়া ভাতা পরিষদের নির্দেশ দেন।