
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রাকে আনন্দদায়ক ও ভোগান্তিমুক্ত করতে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৯০৪টি বাস চলাচল করবে।
মঙ্গলবার (০৫ জুন) থেকে ঢাকা সহ সংশ্লিষ্ট এলাকার টার্মিনাল থেকে এই ৯০৪টি বাসের টিকিট বিক্রি শুরু হবে।
সোমবার (০৪ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিআরটিসির পরিচালক (কারিগরি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এবার ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি একযোগে ৯০৪টি বাস রুটে ছাড়বে। এর মধ্যে ঢাকা থেকে চলবে ৪৭৫টি ও ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলবে ৩৭৫টি বাস। এছাড়া ঈদযাত্রায় ৫৪টি বাস বিকল্প হিসেবে হাতে রাখবে বিআরটিসি।
মঙ্গলবার সকাল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব বাসের টিকিট বিআরটিসির বিভিন্ন বাস ডিপোর সামনে থেকে দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিআরটিসির যেসব বাস রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশে চলাচল করতো সেগুলো ঈদের সময় সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ দেয়া হবে। ঈদ শেষে আবারও যথারীতি সেসব বাস চলাচল করবে।
মূলত, তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসের প্রতি বেশি আগ্রহী। অনেকে এই ঈদের সময় পুরো বাস ভাড়া নিয়ে এলাকায় যান। ফিরতি যাত্রায়ও দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন বিআরটিসি বাসে যাতায়াত করে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঈদ উপলক্ষে ভাড়ায় বিশেষ ছাড়ও দিয়ে থাকেন বিআরটিসি বাস কর্তৃপক্ষ।