
পলাশবাড়ীতে মহিলা আওয়ামীলীগের নামে গ্রাম গঞ্জে সাধারণ মানুষকে বিভিন্ন সুবিধা দেওয়ার নামে অর্থ উত্তোলন করাকে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শ্যামলী আক্তার ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী শ্রীমতি চন্দনা রানীর মারামারি হয় শহীদ মিনারের সামনে এতে বেশী মারখায় চন্দনা রানী। এ ঘটনায় দুজনেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী শ্রীমতি চন্দনা রানী গত কয়েক মাস আগে মহদীপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে সংগঠনের নাম ভাঙ্গিয়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে অন্তভূক্ত করার জন্য ৪ জনের কাছে টাকা গ্রহন করে। এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে একাধিক দেন দরবার হয়। আজ রবিবার দুপুরে এ টাকা ফেরত নিতে মহিলা আওয়ামীলীগ সভাপতি শ্যামলী আক্তারকে শহীদ মিনারে ডাকে শ্রীমতি চন্দনা রানী। চন্দনা রানী ডাকে শ্যামলী আক্তার সহ সংগঠনের অন্য নেত্রীরা শহীদ মিনারে আসলে এসময় পূর্বপরিকল্পিত ভাবে দুজনার মাঝে দ্বন্দ লেগে যায় এক পর্যায়ে শ্যামলী আক্তারের সহিত চন্দনা রানীর টানাহেচড়া ও মারামারি লেগে যায়। উভয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এঘটনায় উভয়ে পক্ষে থানা অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্যামলী আক্তার জানান, পূর্ব পরিকল্পিত ভাবে এ মারামারির ঘটনা ঘটিয়েছে আমার বিরোধী চক্র। আমাকে মারধর করা হয়েছে আমি থানায় অভিযোগ দায়ের করবো।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে লোক ঢুকানোর নামে ১৫ শত টাকা নেওয়ার কথা স্বীকার করে আরেক নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন চন্দনা রানী জানান,আমাকে মারধর করে কাপড় চোপর ছিড়ে ফেলেছে শ্যামলী আক্তার সহ অন্যরা আমার স্বামী আসলে আইনের আশ্রয় নিবো।
উল্লেখ্য, দীর্ঘদিন হয় উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি নিয়ে অভ্যান্তরিন দ্বন্দ লেগে থাকায় উক্ত বিষয়েটি নিয়ে বিব্রতকর অবস্থায় আছে উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে মহিলা আওয়ামীলীগের ইউনিয়নের নেত্রীরা সাধারণ মহিলাদের নিকট হতে অর্থ আদায় করার অভিযোগ মিলেছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে অর্ন্তভুক্ত করার জন্য সাধারণ মহিলাদের নিকট টাকা নেওয়ার অভিযোগ এনে চন্দনা রানীর বিরুদ্ধেবিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সেলিনা বেগম। অন্যদিকে দলীয় অভ্যান্তরিন এ দ্বন্দ কে ভিন্নখাতে নিতে ধর্মীয় দোহাইয়ে দিয়ে উসকানী দেওয়ার সত্যতা পাওয়া গিয়েছে।