
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কুমিড়া ডাঙ্গা এলাকা হতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ি কে হাতে নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ ৩ জুন রাত্রী অনুমানিকক ১২ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান করা কালে গোবিন্দগঞ্জ থানাধীন কুমিড়া ডাঙ্গা এলাকায় ধানের চাতালের ভিতর হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন মাদক ব্যবসায়ী ১। জাহাঙ্গীর আলম (৩০) ও ২।শামীম প্রধান(৩৫) কে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ি ১। জাহাঙ্গীর আলম (৩০) গোবিন্দগঞ্জের কুমিড়া ডাঙ্গা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও ২। শামিম প্রধান (৩৫) একই উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলম হত্যা মামলার আসামী ও শামিম প্রধান গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ইয়াবার মূল্য ৯৪০০০/- টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীররের পুর্বে আরোও একটি খুনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।