
গাইবান্ধায় তিন জুয়ারি কে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ। জুয়ারিদের আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল ২ জুন শনিবার বিকাল অনুমানিক ৬ টা ৩০ মিনিটের সময় সদর থানাধীন ৪ নং শাহাপাড়া ইউনিয়নের ফলিমারী এলাকা হতে অভিযান চালিয়ে (০৩) জন জুয়ারু ১। মতিউর রহমান (৩০) পিতা:জয়নাল ২। রওশন আলী (২০) পিতাঃ খোকন ৩। মোজাফফর রহমান (৪০) পিতা: তজমল হোসেন সকলের সাং ফলিমারী থানা ও জেলা গাইবান্ধা কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, আটকের পরবর্তীতে জুয়ারিদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত অর্থদন্ড প্রদান করেন।