
গাইবান্ধা ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় গাইবান্ধায় আওয়ামী সেচ্ছাসেবক লীগ খোলাহাটি ইউনিয়ন শাখার আহ্বায়ক সায়দুর রহমানকে (৩৫) কুপিয়ে জখম করেছে আফজাল হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা।
গতকাল ১ জুন শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ ২ জুন শনিবার বিকেলে এ ঘটনায় সায়দুর রহমান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত সায়দুর রহমান খোলাহাটি ইউনিয়নের খোলাহাটি দুলালের ভিটা গ্রামের শামসুজ্জোহা মিয়ার ছেলে। সে এ ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের আহবায়ক।
অভিযোগে সূত্রে জানা যায়, আফজাল হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গাইবান্ধা সদর থানায় তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে। অনেক দিন ধরে ইয়াবা কারবারি আফজালকে ইয়াবা বিক্রিতে বাধা দিতেন সায়দুর। এতে মাদক কারবারি আফজাল সায়দুরকে না না ভাবে হুমকিও দিতেন। শুক্রবার বিকেলে হাসেম বাজার এলাকায় ইয়াবা কারবারি আফজাল ও তার লোকজন সায়দুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন সেচ্ছাসেবকলীগ নেতা সায়দুর রহমান কে দেখতে ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে এগিয়ে আসেন জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা সৈয়দ শামস উল আলম হিরু সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা এসময় ঘটনার অভিযুক্ত ব্যক্তি মুল অপরাধীকে গ্রেফতার করা সহ দ্রুত দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবী করেন।