জেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের দক্ষিণ সদর উপজেলার বাগমারা বড়ল জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবদুর রাজ্জাক (৩৫), তার স্ত্রী ঝর্না আক্তার (২৮) এবং রাজ্জাকের শাশুড়ি জেবুন নেছা (৬২) ও সিএনজি চালক বাচ্চু মিয়া।
এ দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাচ্চু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্মীয় ইসহাককে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস সোমবার রাত ৯টার দিকে জামতলী এলাকায় সিএনজি চালিত একটি অটো-রিক্সাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়। পরে আরো একজন হাসপাতালে মারা যান।
ওসি জানান, বাসটি আটক করা হয়েছে।সূত্র- বাসস