
জেলা কে মাদক মুক্ত করতে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়ার নিদের্শে ও সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনূর রহমানের দিকনির্দেশনায় আজ ১ জুন শুক্রবার দুপুর পর হতে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অপারেশন অফিসার এস আই তয়ন কুমার মন্ডল ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পলাশবাড়ী থানার সম্ভাব্য এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ২৫ পিস ইয়াবাসহ মোঃ মজনু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে উপজেলা জুড়ে মাদক বিরোধী পুলিশী অভিযান অব্যাহত আছে।
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় থানা অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, এ উপজেলাকে মাদক মুক্ত করতে রাতে দিনে নানাভাবে পুলিশী অভিযান চলছে আগামীতেও এমন অভিযান অব্যহত থাকবে।