
দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল আজ ৩০ মে বুধবার গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সুন্দরগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুস শাকুরসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিচারকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।