
জেলা জুড়ে যখন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর জোড়ালো অভিযান চলছে ঠিক সেই সময়ে পেশাশক্তির প্রভাবখাটিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের পুরানদহ গ্রামের করতোয়া নদীর ঢালের পাড়ে গত কয়েক মাস ধরে ও বর্তমানে পবিত্র রমযান মাসেও দিনে রাতে জুয়ার আসর চালাতো স্থানীয় জুয়ারু চক্র।
আজ ৩০ মে বুধবার বিকালে জুয়ার আসর বসার খবরে সরেজমিনে গেলে দেখা যায় নদীরপাড়ে বিশাল জুয়ার আসর বসিয়েছে ৩০ সদস্যের একটি জুয়ারু চক্র। জুয়া খেলারত অবস্থায় এ সময় জুয়ারিরা সংবাদ কর্মীদের উপস্থিতি বুঝতে পারলে জুয়ারিরা দৌড়াদৌড়ি করে এদিক সেদিক পালিয়ে যায়। এ সময় গ্রামবাসীরা সাংবাদিকগণের পাশে এসে দাড়ায় পরে সাংবাদিকগণ ও স্থানীয় জনতা মিলে জুয়ার আসরটি আগুন লাগিয়ে পুড়ে দেয়। এবং অত্র এলাকাকে জুয়ামুক্ত ঘোষণা করে স্থানীয় জনতা।
এসময় উপস্থিত স্থানীয় জনতা জানান, দীর্ঘদিন হতে এ জুয়ারি চক্র কাউকে তোয়াক্কা না করে পেশাশক্তির প্রভাবখাটিয়ে জুয়ার আসরটি চালাতো। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনকে অনেকবার জানিয়েও
জুয়ার আসরটি বন্ধ করা সম্ভব হয়নি। তারা আরো বলেন, আজ উপস্থিত সাংবাদিক আশরাফুল ইসলাম,আসাদুজ্জামান রুবেল,আশরাফুজ্জামান সরকার আপনাদের জন্যই সম্ভব হলো গ্রামবাসি সহ আমরা এ ঘটনায় আপনাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। এর পর এলাকায় আর কাউকে জুয়ার আসর বসাতে দেবেনা বলে শপথ নেয় স্থানীয় জনতা।