নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে ভারত ও ফ্রান্স যৌথ নৌ মহড়া শুরু করেছে। ২ দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো সমন্বয় ও শক্তিশালী করতে এই মহড়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ভারতের যুদ্ধজাহাজগুলো মহড়ার উদ্দেশ্যে সোমবার সকালে ভূমধ্যসাগরের পশ্চিম উপকূলের তোলন বন্দরে পৌঁছায়। মিসাইল ধংসকারী এনএসআই মুম্বাই, ত্রিশূল এবং ত্রাণ জাহাজ এনএসআই আদিত্য মহড়ায় অংশ নিয়েছে। ভারতের নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন, এই মহড়া ২ দেশের মধ্যকার সামরিক বন্ধন আরো শক্তিশালী করবে।
বলা যায় ভারত ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এর আগে গারুদা, শক্তি এবং ভারুনা নামে ২ দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। ভারুনা নামে যৌথ মহড়া অনুষ্ঠিত হয় ২০০০ সালে। এনডিটিভি