1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

রামোসের বিরুদ্ধে ১০০০ মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ মামলা!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মেদ সালাহকে ফাউল করে বড় ফাঁসাই ফেঁসে গেছেন সার্জিও রামোস। গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ওই ফাউলের জন্য বড় খেসারতই হয়তো দিতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে। লিভারপুলের সমর্থকেরা এরই মধ্যে গণ-স্বাক্ষর সংগ্রহ করে রামোসের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির আবেদন করেছে উয়েফা ও ফিফার কাছে।

এখানেই শেষ নয়। এবার বরং এল আরও ভয়ঙ্কর এক খবর। রামোসের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০০ মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ মামলা করেছেন মিশরের এক আইনজীবী। পাশাপাশি ফিফার কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।

ক্যারিয়ারে কতো কতো ফাউলই তো করেছেন সার্জিও রামোস। তবে শাস্তি হিসেবে লালকার্ড-নিষেধাজ্ঞার মধ্যদিয়েই পাড় পেয়ে গেছেন। কিন্তু ভাবসাবে বোঝা যাচ্ছে, এবার বুঝি কঠিন পরিস্থিতিই অপেক্ষা করছে তার জন্যে। আদালত পাড়ায় ছুটাছুটির ঝক্কি-ঝামেলার বিষয়টি তো থাকছেই, দোষী প্রমাণিত হলে গুণতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা। এমনকি নেমে আসতে পারে কঠিন শাস্তিও।

গত শনিবার ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় রামোসের রিয়াল মাদ্রিদ ও মোহাম্মেদ সালাহ’র লিভারপুল। তো ম্যাচের ২৫ মিনিটে সালাহকে ফাউল করেন রামোস। তার ফাউলের শিকার হয়ে মাটিতে পরে যান সালাহ। মাটিতে আচাড় খেয়ে পড়ায় বাঁ-কাঁধে গুরুতর চোট পেয়েছেন লিভারপুলের মিশরীয় উইঙ্গার। যে চোট শুধু ফাইনালের বাকি সময়টুকু খেলা থেকেই বঞ্চিত করেনি, সালাহ’র আসন্ন রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়েও দেকা দিয়েছে সংশয়। চোট এতোটাই গুরুতর যে তার রাশিয়া বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি।

সালাহ নিজে অবশ্য আত্মবিশ্বাসী চোট থেকে সেরে উঠে ঠিকই খেলতে পারবেন রাশিয়া বিশ্বকাপে। কিন্তু মনের জোরই তো সব নয়। বিশ্বকাপে খেলতে হলে চোট থেকে তো সেরে উঠতে হবে। বিশ্বকাপের আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। এই সময়ের মধ্যে সালাহ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ স্পষ্ট করেই বলেছেন, আপাতত দৃষ্টিতে সালাহ’র বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্ষীণ!

চোটটা যদি অনাকাঙ্খিতভাবে হতো, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু সালাহ-ভক্তদের দাবি, রামোস আসলে সম্পূর্ণ ইচ্ছা করেই সালাহকে ফাউল করেছেন। তাকে চোটে ফেলার জন্যই রামোস সুকৌশলে সালাহকে ফেলে দিয়েছেন! দুঃখজনক হলেও সত্যি, ঘটনার ভিডিও সালাহ-ভক্তদের এই দাবিকেই সমর্থন করছে। স্বাভাবিকভাবেই রামোসের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে সালাহ-ভক্তদের মনে। সেই ক্ষোভের আগুনটা লিভারপুল সমর্থকদের চেয়েও মিশরীয়দের মনে বেশি দাউ দাউ করে জ্বলছে।

কারণটাও স্পষ্ট। মৌসুম শেষ হয়ে গেছে। ক্লাব লিভারপুলের হয়ে আবার মাঠে নামা হবে আগামী মৌসুমেল ততদিনে নিশ্চয় সেরে উঠবেন সালাহ। কিন্তু মিশরীয়রা কোনো সান্ত্বনাই পাচ্ছেন না। কারণ, সামনেই বিশ্বকাপ। দীর্ঘ ২ বছর পর মিশরকে বিশ্বকাপে তুলেছেন এই সালাহই। তাকে কেন্দ্র করেই বিশ্বকাপ নিয়ে আশার জাল বুনেছে মিশরীয়রা। কিন্তু দলের সেই প্রাণভোমড়াকেই কিনা বিশ্বকাপে অনিশ্চিত করে দিলেন রামোস!

যে কালপিট এতোবড় ক্ষতি করল, তাকে এমনি এমনিই ছেড়ে দেওয়া যায়? রোগে-ক্ষোভে রামোসের বিরুদ্ধে তাই পাক্কা এক বিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ মামলা ঠুকে দিয়েছেন বাসেম ওয়াহবা নামের ওই আইনজীবী। মিশরীয় টেলিভিশন চ্যানেল ‘সাবা এল-বালাদ’-এ বাসেম ওয়াহবা নিজেই জানিয়েছেন মামলা করার কথা, ‘রামোস ইচ্ছাকৃতভাবে সালাহকে চোটে ফেলেছেন। এই কর্মের জন্য অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। আমি তার বিরুদ্ধে মামলা করেছি এবং ফিফার কাছে অভিযোগ করেছি।’

প্রশ্ন উঠতে পারে, মামলায় বাসেম ওয়াহবা এতো বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করলেন কেন? কারণটা নিজে থেকেই ব্যাখ্যা করেছেন বাসেম ওয়াহবা। তার কতা, প্রথমত রামোস সালাহকে শারীরিকভাবে ক্ষতি করেছেন। তার চেয়ে বেশি ক্ষতি করেছেন মনস্তাত্ত্বিকভাবে। সালাহকে চোটে ফেলে রামোস আসলে মিশরের বিশ্বকাপ স্বপ্নেই বড় ধাক্কা দিয়েছেন। শুধু সালাহ একা নন, পুরো মিশরের প্রতিটা মানুষই এখন শঙ্কার আগুনে পুরছেন।

একজনের ইচ্ছাকৃত অন্যায় যদি একটা দেশের সব মানুষকে টেনশনের সাগরে ডুবিয়ে দেয়, একটা জাতির বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা দেয়, সেই অন্যায়কারীর খেসারতের অঙ্কটা তো বড়ই হওয়ার কথা, নাকি?

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft