
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটুক্তির মামলায় অন্তর্বতীকালীন জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ ২৯ মে মঙ্গলবার গাইবান্ধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। বাদী ও আসামীপক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালতের বিচারক রমেশ কুমার ডাগা আগামী ১১ জুলাই পর্যন্ত তার অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।
জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন গত বছরের ডিসেম্বরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধার আদালতে ওই মামলা দায়ের করেন। জামিন পেয়ে মাহমুদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভীন্নমত দমন করতেই এই মামলা।