
আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পায়ের আঙুলে ইঞ্জুরির কারণে তাকে বাদ দেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন।
তার সেরে উঠতে তিন সপ্তাহ লাগবে বলে তিনি জানান। ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছেন।
এর ফলে মঙ্গলবার (২৯ মে) ভারতের দেরাদুনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে যাওয়া বাংলাদেশ দলের সাথে মুস্তাফিজ থাকছেন না। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি অনুষ্ঠিত হবে।
দেবাশীষ একটি পত্রিকাকে জানিয়েছেন, আইপিএলে খেলার সময় মুস্তাফিজ এই ইঞ্জুরিতে আক্রান্ত হন। তিনি দলের সাথে থাকছেন না।
রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী কোচ কোর্টনি ওয়ালশ প্রথমে মুস্তাফিজের ইঞ্জুরির বিষয়টি জানিয়েছিলেন। এ কারণে তাকে ট্রেনিং থেকে বিশ্রাম দেয়া হয়েছে বলেও তিনি বলেছিলেন। তার স্থানে কে খেলবেন তা মঙ্গলবার (২৯ মে) সকালে জানানো হবে।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।
উল্লেখ্য, আফগানিস্তান দলেও তাদের প্রধান বোলার দওলত জারদান নেই। তিনি হাঁটুর ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো