
শত কোটির ঘরে পৌঁছে গেলো আলিয়া ভাট অভিনীত ‘রাজি’। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটি সময় নিলো ১৬ দিন।
১০০ কোটি আয়ের দিক থেকে এ বছর চতুর্থ স্থানে রয়েছে ‘রাজি’। এর আগে রয়েছে- ‘পদ্মাবত’, ‘বাঘি টু’ ও ‘সোনু কে টিটু কে সুইটি’।
‘রাজি’তে আলিয়া একজন কাশ্মীরি কন্যা। নাম সেহমত। যিনি একজন ভারতীয় গুপ্তচর। তাই তিনি বিয়ে করেন পাকিস্তানি এক আর্মি অফিসারকে। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ভিকি কৌশল।
১৯৭১ সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে। যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াইয়ের বিষয়টিও উঠে এসেছে। ছবিটির শুটিং হয়েছে মুম্বাই, কাশ্মীর ও পাটিয়ালায়।
৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘রাজি’তে আলিয়ার মা সোনি রাজদানও অভিনয় করেছেন। আরও রয়েছেন রজিত কাপুর।
সূত্র: ফিল্মফেয়ার
আরো পড়ুন…
পছন্দের পুরুষ সম্পর্কে যা বললেন আলিয়া ভাট
মুম্বাই: অল্প বয়সেই বলিউড পাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। তবে তিনি নাকি কোনো ইউথ আইকনকে বিয়ে করতে চান না। ভাল মানুষ হলেই চলবে।
একের পর এক রুপালি পর্দায় নিজের অভিনয় জাদু দেখিয়ে যুবকদের হার্টথ্রব হয়ে উঠেছেন আলিয়া। সেই আলিয়াই কি না সঙ্গী হিসেবে কোনো সেলিব্রিটিকে চান না।
তার কথায়, ‘জীবন সঙ্গী হট হোক বা না হোক, তিনি যেন ভাল মানুষ হন। তিনি সুরসিক, দায়িত্বশীল, মিষ্ট স্বভাবের অধিকারী হবেন। আর আমাকে প্রচুর ভালবাসবেন।’
‘ফিল্ম ফেয়ার’-এর প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে, এখনই যে তার বিয়ে করার পরিকল্পনা নেই তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
আলিয়া বলেন, ‘জীবন সঙ্গীর কথা ওঠে, আমি আশা করি তিনি কোনো ইউথ আইকন হবেন না। কারণ আমার সন্দেহ আছে আমি তখন যৌবনোচ্ছল থাকব কিনা।’
‘ডিয়ার জিন্দেগি’তে তার অভিনয়ের প্রশংসা করে শাহরুখ বলেছেন, ‘ও খুবই ভাল অভিনেত্রী’। সেই নিয়ে আলিয়া বলেন, ‘শাহরুখ এমন একজন, যার আমি আজন্ম অনুরাগী। তিনি যখন প্রশংসা করেন, সেটা বড় ব্যাপার।’