
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামে আজ ২৭ মে রবিবার আম গাছে উঠে আম সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে শিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চক-রহিমাপুর গ্রামের আঃ লথিফ সরকারের এক মাএ পুত্র শিয়াম (৮) পাশের গ্রামে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে নানার একটি আম গাছে আমপারতে উঠলে সে গাছের ডালভেঙ্গে প্রায় ৬ মিটার উচু গাছ থেকে মাটিতে পড়ে। ডাল ভেঙ্গে মাটিতে পড়ায় মাথায় প্রচন্ড আঘাত পায় শিয়াম।এতে তার নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত ক্ষরণ হয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।