
সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নিদের্শে গোটা জেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রেখেছে পুলিশ। মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ২৭শে মে পৃর্থক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে অাটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশ ব্যাপী সহ জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পুলিশ পৃর্থক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার মাষ্টার পাড়ার (১)আবুল কাশেম রাজু মোল্লা,পিতাঃ মৃত আবুল হোসেন,(২) আসাদুজ্জমান মন্ডল ডন,মৃত পিতাঃ আকতার আলম চাঁদপাড়া,( ৩) আব্দুল ছাক্তার শেখ-৪৫ পিতাঃ মৃতু হাসান আলী পূর্ব সমসপাড়া তালুক কানুপুর (৪) আবু বক্কর সিদ্দিক পিতাঃ মৃত মহসিন আলী, খদ্র গোপালপুর মহিমাগঞ্জ এদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।