
গাইবান্ধায় বালাসী হতে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু-টানেল বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা মো. মফিজুল হক সরকার। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ বেলাল হোসেন ইউসুফের সভপাতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল আরেফিন তারেক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল লতিফ হক্কানী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাকছুদার রহমান সাহান, জেলা শিক্ষক সমিতির নেতা মো. আতাউর রহমান, আব্দুস সামাদ, মো. বাদশা হক্কানী, মো. ফোরকান হক্কানী, মো. তোফাজ্জল হোসেন, পিটু রশিদ, শাহ্ হাবিবুর রহমান মঞ্জু, এস.এম বাবলু, মো. হাসেন আলী, মো. আব্দুল কুদ্দুস মোড়ল, মো. জুয়েল সরকার, মো. আমির হোসেন, নুরুল ইসলাম নুরু, বিপুল চন্দ্র দাস, রায়হান কবির, রাবেয়া বেগম গিনি, হারুনার রশিদ পান্না, মাধবী সরকার, আব্দুল জলিল সরকার, মো. ফারুক গনি, জয়নাল আবেদীন, মাহাবুবার রহমান, মজিবর রহমান নান্টু প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গাইবান্ধার সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে বালাসী হতে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সড়ক ও রেলসেতু-টানেল নির্মাণসহ গাইবান্ধায় পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন, রাসায়নিক ইউরিয়া সার কারখানা স্থাপন, বালাসীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, তুলসীঘাট থেকে বালাসীঘাট এবং হাসেম বাজার থেকে গণ উন্নয়ন কেন্দ্র পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবি জানানো হয়।